চলতি মৌসুমে নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের অর্ধেকই মারা গেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে কাঁচা খেজুরের রস এই ভাইরাসের উৎস। আইইডিসিআর সূত্র জানায়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ১৩টি জেলায় ২৭ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এদের মধ্যে ১৪ জনই মারা গেছে। ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়া জেলাগুলোতে নজরদারি অব্যাহত রয়েছে। ফরিদপুরে পাঁচজন আক্রান্ত হয়, এদের মধ্যে চারজন মারা যায়। মাগুরায় আক্রান্ত...

